Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গোপালগঞ্জ জেলার সদর উপজেলা থেকে ১০ কিঃমিঃ পশ্চিমে ৬নং পাইককান্দি ইউনিয়ন অবস্থিত। পূর্বের উরফি ইউনিয়ন থেকে ১৯৭৪ইং সালে বিভক্ত হয়ে অত্র ইউনিয়নের জনগনের সর্বসম্মতিক্রমে পাইককান্দি গ্রামের নামে এই ইউনিয়নটির নাম করণ করা হয়। ২৭নং বিজয়পাশা মৌজার এস-এ-৭২৫নং খতিয়ানের ১২৬২ দাগে হাল ১৯৮৫ নং দাগে ৫০ শতাংশ জমির উপর ১৯৮৫ইং সালে তৎকালিণ জনপ্রিয় চেয়ারম্যান জনাব বি,এম, হারুণ অর রশিদ সাহেবের একান্ত প্রচেষ্টায় তারই দান করা জমিতে পাইককান্দি ইউনিয়ন পরিষদের একতলা ভবনটি অবস্থিত। অত্র ইউনিয়নের ভিতর দিয়ে খুলনা-ঢাকা মহাসড়ক চলে গেছে। অত্র ইউনিয়নের পশ্চিম পার্শ্বে নড়াগাতী থানা, নড়াইল জেলার কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়ন অবস্থিত, খুলনা বিভাগ অবস্থিত। দক্ষিণে নড়াগাতী থানার নড়াইল জেলার কালিয়া উপজেলার পহর ডাঙ্গা ইউনিয়ন পরিষদ অবস্থিত। উত্তরে চন্দ্রদিঘলীয়া ইউনিয়ন ও উত্তর পশ্চিম পার্শ্বে শুকতাইল ইউনিয়ন পূর্বে উরফি ইউনিয়ন অবস্থিত।

 

ক) নাম – ৬নং পাইককান্দি ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৩৯৬৩ একর

গ) লোকসংখ্যা – ১৫,৬৫৯ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১২ টি।

ঙ) মৌজার সংখ্যা – ০৯ টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়-    

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

    মাদ্রাসা- ০৪টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব ভূইয়া মোহাম্মাদ ইছানুর রশীদ রিপন ।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৮৮ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০৭/০২/২০২২ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ০৮/০৭/২০২২ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ৮/০৭/২০২৭ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

           তেবাড়ীয়া         সুলতানশাহী               ঘোড়াদাইড়

             চর পুখরিয়া          পুখরিয়া               পাইটকেলবাড়ী

            শশাবাড়ীয়া           পাইককান্দী              সোনাশুর

             আমুড়িয়া          ঘোষগাতী              বিজয়পাশা

  


ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।

             ৪) হিসাব সহকা‌রি কাম ক‌ম্পিউটার অপা‌রেটর - ১ জন